বৃষ্টি হবে। হচ্ছে। হবে না। আবার হলো-এরকম অবস্থা। সেই সাত সকাল থেকে থেমে থেমে ঝিরঝিরে বৃষ্টি। এই পড়লো, আবার থামলো। আবার পরক্ষণে শুরুও হলো।
ঠিক বাংলাদেশ দল যখন টিম হোটেল ‘হলিডে ইন’ থেকে সমার সেট কাউন্টি ক্লাব মাঠের উদ্দেশ্যে যাত্রা করবে, তখন (দুপুর সাড়ে ১২ টায়) শুরু হলো বৃষ্টি। সেটা ঝিরঝিরে আর মুষলধারের মাঝামাঝি। মানে মাঝারি বৃষ্টি।
মনে হলো এইরে, প্র্যাকটিসের বারোটা বুঝি বাজলো। ভাগ্য ভালো, ১০/১২ মিনিটের মধ্যেই কেটে গেল সেই মাঝারি বৃষ্টি। তারপর এখনকার খবর, রোদ উঠেছে।